ছিন্ন করো লাজবসন, অবগুণ্ঠন খোল
                অয়ি কল্যাণীয়া নারী
দিতে হবে দিগন্ত ছাড়ি, সুদূর দিগন্তে পাড়ি
                   তুমি নভোশ্চরী
সাজো সাজো রবে ডাকিছে আজি অম্বরি
                ওহে শংকরী
শংকা নাহি আজি,সাজাও তোমা রণতূর্যে সাজি
               হে ভয়ঙ্করী,
নিশুতির আঁধার কাটে ক্ষণে, প্রত্যূষা দুয়ারে
               বিস্মৃত শর্বরী
তব নেত্র মাঝে ভৈরবীর তেজস্বিনী অগ্নিকুণ্ড
               হে দিবাকরী
স্নেহের পরশ পাত্র বক্ষজুড়ে,হিয়ায় অমৃতভাণ্ড
               হে প্রেমভাণ্ডারী
বিরহিনী প্রেমানলে, দিলে শুধু তুমি  সুধা ঢেলে
               আপনি উজাড়ী
অতুলনীয়া তুমি, তোমার তুল্য কেবলই তুমি
                ও হে সঞ্চারী।
বিঘ্ন পরিহার বিস্তীর্ণ অপার, হোক তব চারণভূমি
                ও হে নীলাম্বরী।
স্বহস্তে নাও তুলি, বিশ্ব বাগিচায় ফুটাও কুসুমকলি
               ও হে ফুলপরী
তুমিই তোমার মালী ,শোনাও সুমধুর বচন-বুলি
               অয়ি কল্যাণীয়া নারী।