বিষণ্ণ জীবনে চলেছি একাকী,
শ্রান্ত নদীর দিকে চেয়ে দেখি কত কী...


শুনি তার বেদনার কথা...
নিরন্তর বয়ে চলছে প্রণয়িনীর লাগি, এখনো
মেলেনি দেখা; তারই বেলাভূমিতে উড়ে চলে
সঙ্গীহীন গাঙচিল; কী আশায় ভ্রমণ পিপাসু...
খোঁজে জীবনের মিল!


দূরে দেখি কত না মানুষের দল...
হাত ধরে ছুটে চলে... কথা কয় অনর্গল;
উঁকি মেরে চেয়ে থাকি, যদি পাই তোমায়
নক্ষত্রমেলা আলোকিত করবে আমায়?


হায়!  সত্য যে বড় নির্মম!
কাটে কত দিবস-রাত্র, চোখে নেই ঘুম
কাটল না আমার নির্জনতা, এলে না তুমি
ফলল না ফসল; পতিত রয়ে গেল জীবনের বেলাভূমি!


©অনুপম