পিছু থেকে মনে হল ঠিক অবিকল
তোমার মতো উচ্ছল!
এক রমণী হাটছে গুটি গুটি পায়
আধেক আলো আবছায়!


ধীরে ধীরে কাছে গিয়ে দেখি
মরীচিকা শুধু; সব হল ফাঁকি!
এ যেন জীবনে স্বপ্নের ঘোর!
অভাগার কপোলে আসে কী কভু ভোর!


অহেতুক আশার তরী বাওয়া...
আলেয়ার পিছু পিছু ধাওয়া!


পূরণ কি হবে মোর ভালবাসার সংসার?
স্বপ্ন তবু দেখে মন বারবার...
একদিন ঠিক আসবেই তুমি...
সজীব হয়ে উঠবে মোর জীবনের বেলাভূমি!


©অনুপম


রচনাকাল: ৩১.০১.২০১৭:: ০১.২৫ মি: @ দুবাই।