ক্ষুধার্ত শোণিত ছোটে, বিক্ষত বিধ্বস্ত দেহে
দুর্বিনীত 'মরণ কামড়' উদ্যমে
নিজের হাড় মাংস গিলে খেতে চায় ক্ষুধার তাগিদে
ভালবাসা-প্রেমের জন্ম হয়নি এখনও
রয়েছে অনেক অনেক দূরে...


হা করে দাঁড়ায়ে আছে পেটের পেশীগুলো
নোলা কুত্তার জিহ্বার নালার মতো পড়ছে টপটপ করে
স্নায়ুতে স্নায়ুতে নিরন্তর অভুক্ত বিদ্যুৎ প্রবাহ!
নিবৃত্ত করতে হবে মৌলিক জৈবিক চাহিদার।


স্মৃতির কথা মনে রাখা মূল্যহীন !
পর্দার আড়ালেই হবে তার বাস!
অভুক্ত শ্বাপদের হাত থেকে মুক্তি মেলে না চিড়া ছাড়া
লৌকিকতার ধার ধারে না
ধার্মিকতায় পেট চলে না
শত চেষ্টায়ও পুথির বিদ্যা প্রবেশে অক্ষম মগজের মধ্যে
পেটই রাজা!  পেটই রাজা!


নূতন করে গাণিতিক প্রমাণের প্রয়োজনীয়তা অনর্থক
পেটের শ্রেষ্ঠতা প্রমাণ্যে!
পীথাগোরাসের উপপাদ্যের কচকচানি মনে হয় আদিখ্যেতা!
পেটই রাজা! পেটই রাজা!


© অনুপম