ব্যথার বালুচরে বেদনার বালিয়াড়ি গড়ি
কণ্টকাকীর্ণ পথে পথে একলাই ঘুরি ফিরি
নিভে যায় দিনমণির আলো
সামনের পথ তিমির কালো
উজান নদীর ঢেউ ভেঙে দেয় কূল;
কে জানে?
আবার গাবে কেমনে? শরবিদ্ধ বুলবুল!
তিক্ত সত্যতায় মনের কোণায় কোণায়
ভরে দিয়ে যায় বিষাদ প্রতিমায়!
অফুরান প্রাণশক্তি নিয়ে নেয় বিদায়...
কালের পরিণতির খেলায়...


তাই বলে কী? ভাবছো আমি, দিবো জলাঞ্জলি?
ভালবাসায় ফোটাবো না মনের ফুলকলি?
যারে আমি বেসেছিলুম ভালো একদিন
তার প্রতি অক্ষয় আস্থা মোর, থাকবে চিরদিন
নিশুতি রাতের কালিমা ঢাকা দিনগুলি
অনন্ত ভালাবাসার আঘাতে একদিন যাবে চলি
জীবনে আসবে আলবাত নূতন আলোর ভোর
সদানন্দে নাচবে মন; দিবারাত্রি, সকল প্রহর!
এতো নয় মোর আশার বুননে স্বপ্নের জালিকা
এ মোর অঙ্গীকার!আঁকবে বাস্তবের তুলিকা!


© অনুপম
রচনাকাল: ১৭.০২.২০১৭