ভাবি আমি দিবানিশি, কোন সে ঋষি
পাঠালো এ অপরূপী আমার প্রেয়সী
কৌতুকী রঙ্গনে!


কুসমিত শতদল, স্নিগ্ধ মলয় বিমল
কনকচাঁপা দোলায় তাহারি কুন্তল
চিত্রাঙ্কিত মনে!


খিলি খিলি কাজল কলি  ভ্রুযুগলে
দুলিছে নোলক খানি নাসিকা তলে
মৃদুলা সমীরণে!


নিটোল ভালবাসা রাখা অন্তঃস্থলে!
বিলাসী মন ভেসে চলে শ্রাবণ জলে
প্রেম নিবেদনে!


উজাড়িব তাহারি আজি নিকুঞ্জবনে
আছে যাহা কিছু সঞ্চিত গোপনে
হৃদয়ের কোণে!


হৃদয় পশমে লাগে যেন সুড়সুড়ি
ভালবাসার মধুরস পড়িল ঝরি
তাহারি নিধুবনে!


দুজনের চারি আঁখি মুদে যায় আনমনে
খোঁজে দু'টি মন পরস্পরে, মুদিত নয়নে
অনুভূত কম্পনে!


এ কী অপূর্ব সুখ! ছেড়ে যায়  সকল দুখ
কী মধুর খেলায় মাতিছে আজি জলমুক
ভুলিবো কেমনে!?


© অনুপম


রচনাকাল: ০২.০৩.২০১৭