আজও প্রতীক্ষা
© অনুপম


ক্ষ্যাপা তুই, ক্ষ্যাপালি আমায়
কাঁদে মন ভীষণ ব্যথায়
ক্ষণকালের ভাবনা যেন আপনি লুটায়
মোহমাখা অভেদ্য কুয়াশায়...


যাবি যদি এমনি করে
আলোর দেখা পাই কেন ওই সুদূরে!
হবি যদি শুধু কিছুক্ষণের খেলার সাথী
কেন তবে অহেতুক আমায় ডাকাডাকি!


একাই মোরে পাঠায়ে দিয়ে
ভালোই আছিস্ অনন্ত শয্যায়!!
তাই যদি না হবে, বল্, কখন ভাবিস্ আমায়?
জানি, অনিদ্রের ঘুম ভাঙানো চির বিস্ময়!


একই থেকে জনম লয়ে
কী আনন্দ পাস্ তুই আলাগ হয়ে?
ক্ষুদ্র এ সময়! তবুও তো শেষ না হয়
ক্ষ্যাপা, তোর লাগি আজও আমি প্রতীক্ষায়---


© অনুপম