মিতা


@অনুপম


ওগো সুচরিতা
মোর জীবনের মিতা
আজিকে আমি শুধাই দু'টি কথা
তুমি ছাড়া জীবন তুচ্ছ,বৃথা।
জীবনের প্রতি পদেপদে
জড়ানো আছে তোমার লাবণ্যময়ী প্রীতিলতা
সমস্ত শরীর জুড়ে তোমারই স্পন্দন
তোমারই স্মৃতিচারণ মন করে অনুক্ষণ
হৃদয় আকাশে নেমে আছে সুখের প্রশান্তি
তোমার পরশে ঘোচে আমার সকল ক্লান্তি
জ্যোৎস্নায় হাসে হাসি জীবন-শশী
বহে শীতল মলয় দিবানিশি
আমার আঙিনায়।


ওগো স্বরূপিনী
আপন স্বরূপে বিকশিত নন্দিনী
তোমার আলোকে আমি আলোকিত
তোমার খেয়ালে হই যে মোহিত,
জীবন-নদে নেমে আসে বহমানতা—-
ওগো সুচরিতা,
মোর জীবনের মিতা
নবীন মেঘের বর্ষণে হই সঞ্চারী
হাওয়ার বেগে চলে ভালবাসার তরী
প্রেম উদ্দীপনায়।


সদা আমি কান পেতে শুনি
তোমার গুণাগুণানি
আলোতো আলোতো প্রেমের কথামালা
বাঁধে আমারে আষ্টেপৃষ্ঠে তোমার ভালবাসার ডালা
সুবাসিত গন্ধে মাতাল হয় মন
তোমাতেই ডুবে যায় আমার চেতন
আহ্ কী পরিমল ইন্দ্রপুরীর পারিজাত সুবাস
শান্ত স্নিগ্ধ কমলিনীর নিঃশ্বাস;
হিন্দোলে দোল খায় বুকের কেশ
নব স্বপ্নে জাগে আমার দেশ।
হেরি আমি সকলে প্রতিবন্ধকতা
ওগো সুচরিতা
মোর জীবনের জয়ীতা
প্রাণোচ্ছ্বাসে ভরে আমার দেবতনু
সুরে সুরে লাগি বাজে পুষ্প-বেণু
মিলন বেলায়।