সূর্য মুছে যাওয়া আকাশ-বিকেল
রেখে যায় আলোর দাগ
সম্পর্কের আয়নার মাঝে
বয়ে যাওয়া জল
ঠেলে উঠে আসে পলিমাটি  
নিচে, আরো নিচে চলে যায় অন্তঃসলিলা
আর,
তোমার আমার আদৌ
কিছু না ভাবা চুপে ভরা
বিস্বাদ, মনখারাপ, একাকিত্বের মাঝে
তিস্তার অন্ধকার নেমে আসা জলে
আমরা না থাকা নৌকায়
সেইসব সময়ের গন্ধ ভেসে আসে রোজ,
কেউ জানে না