হতে পারত অনেক কিছুই,
পাতার কিনারে জমা শিশিরটা ঝরে নাও পড়তে পারতো
সকালে সূর্যের‌ নরম আলো এসে পড়তো
আর বিচ্ছিন্ন এই সকালে আমার মন ভাল হতে পারত
হল না
সেইসব নেমে আসা চেনা সন্ধ্যায়
তোমার হাত ছুঁয়ে এক নিঃশ্বাসে বলে দিতে পারতাম সব না বলা কথাগুলো
বন্ধ হতেও পারতো তোমার চোখে নেমে আসা অভিশপ্ত সব সংশয়
হল না
এলোমেলো হয়ে যাওয়া বিকেল বয়ে যেতে যেতে চলে গেল
কাটতে না চাওয়া দিন ঠিক কখন রাত গেল
অবহেলে পড়ে থাকা মোবাইল-সময়-আমি পরে থাকতে থাকতে ঘুমিয়ে পরল
যে ছবি আঁকার কথা ছিল
সে ছবি হল না
কবিতা হল না
গান হল না
পুরানো খবরের কাগজ এর মতো
আবার না-পড়া হয়ে পরে রইলো
তারপর
আগুন জ্বললো,
ধোঁয়া হলো,
ছাই হলো,
হারিয়ে গেলো একদিন