তিস্তার মুখের ম্লান হাসি
চোখের নীচে জমে ওঠা প্রশ্ন-অতীত
অপেক্ষা করে ছিল অনেক মুহূর্ত, দিন, মাস, বছর
সময়ের সিঁড়ি উঠে গিয়েছিল অন্ধকারের দিকে
একদিন আলো জ্বলে উঠেছিলো
সিঁড়ির উপরে, তোমার শরীরে
তারপর বিচ্ছিন্ন স্রোত ফিরে আসে
নরম নদীতে, কবিতার খাতায়
নির্বাক  শতাব্দী কেটে যাক চেয়ে থেকে, থেকে