এরকমও দৃশ্য আসে,
উপরের ঠোঁটে কফির ফেনা
নরম চোখে শীত শীত কলকাতা
উদাসীন চুলের মাঝে আলগা আঙ্গুল জানে,  
আমরা ঘুমিয়ে আছি আজও আমাদের পৃথিবীতে
সেইসব সময়ের চারিদিকে
সেখানে বিচ্ছিন্ন ছায়ার মাঝে
লুকানো মন থেকে
চোরা স্রোত নিয়ে ভালোলাগা ফিরে ফিরে আসে,
পাতার কিনারে আজ তারা জমে আছে
অকাল নিম্নচাপে কেঁপে কেঁপে ওঠে
কখনো আগুন জ্বলে
ছুটে আসা এক আকাশ আলোতে,
জমা ইচ্ছেরা ধোঁয়া হয়ে উড়ে যায়
আর ভালবাসা খুশি হয়ে
নতুন করে হাসতে চায়