তিস্তা,
আমার আধা-রহস্যময় গলি থেকে
ভেসে আসা হলুদ আলোয় মোড়া রাস্তায়
প্রথম পদচিহ্ন রাখল।  
ঘুমিয়ে থাকা কবিতায় ভরা
সমস্ত সাধারন বাতাস তখন
আলাদা মনে হল।
আর,
প্রতিদিনের কথাবার্তায় ক্লান্ত
সেই ক্যাফের বাইরের হঠাৎ বৃষ্টিতে
আজ সবকিছু স্তব্ধ হয়ে গেল।