জেলে ছুটে জাল হাতে বুক ভরা আশায়,
অনেক অনেক মাছ পাবে এই বর্ষায়।
রুপালি ইলিশ পাবে অনেক বড় আর টাটকা,
তারা এখন ধরে না আর আগের মত ছোট মাছ জাটকা।
নদী পাড়ে মালোপাড়ায় হারি জলদাশের বাড়ি
নব বধূ তার পড়ে লাল শাড়ি।
রুপালি ইলিশ ধরতে যায় উত্তাল পদ্মা নদীর বাঁকে,
ঘরে তাঁর নব বধূ রঙিন স্বপ্ন আঁকে।
স্বপ্ন দেখে ফুটফুটে শিশু আসবে তার কোলে ,
সে আনন্দে গৃহবধূ মন মিষ্টি সুখে দোল।
জীবনের ঝুকি নিয়ে হরি জাল ফেলে উত্তাল নদীর জলে,
জানে সে রুপালি ইলিশ আছে নদীর জলের তলে।
যত বেশি মাছ পাবে তত বেশি হবে আয়,
শোধ হবে মহাজনের কাছে ঋণের সকল দায়।
আকাশে জমেছে কালো মেঘ
ধীরে ধীরে বাড়ছে ঝড়ো হাওয়ার বেগ।
শান্ত নদীতে হঠাৎ উঠে বিষন ঝর
ঢেউয়ের তালে নৌকা দোলে বুক কাঁপে থরথর।
অশান্ত নদী বড় বড় ঢেউ
আশেপাশে এখন আর নেই কেউ।
তুমুল ঝড়ে হাল গেল টুটে,
ভয় পেয়ে সবাই এদিক ওদিক ছুটে।
প্রবল হাওয়া পাল যায় ছিড়ে
নৌকা নিয়ে হরি কিভাবে ফিরবে তীরে?
মাতাল ঝরে নৌকা ডুবে যায়
দুই তিন দিন পর হরির লাশ জেলেরা খুঁজে পায়।
এ কথা শুনে নব বধূর মাথায় পড়ল মাথায় বাজ,
সাদা শাড়ি এখন হবে নব বধূ একমাত্র সাজ।
রুপালি ইলিশ ধরতে গিয়ে জেলে গেল মারা,
জন্মের আগে শিশু তার হল পিতৃ হারা।
বড় বড় ইলিশ খেয়ে আমরা খুশিতে আত্মহারা
কখনও খবর রাখি না কত জেলে প্রতি বছর এইভাবে যায় মারা।
মাছ ধরতে গিয়ে জেলে জীবন করে দান
যুগের পর যুগ কেটে যায় তারা পায় না মান।