ত্তগো আমার হ্রদয় গহন বনের ঝরালতা
অকালে তুমি সুখ ফেলে নিয়েছ বিদায় কেন?
যদি বলি ভালোবাসি,তবে কাহারে কহিব আমি—
কে আমারে করিবে গ্রহণ,হে চির নির্ভর স্বামী৷
অন্তরে তুমি,—ত্রকি বৈশাখী ঝড়?
খুঁজিছে কাহারে,গগনে ছাপিয়া শত শত কর৷
গহন অরণ্যের দাবানলে ত্রক ঘরপোড়া পাখি
চাহিছে কাহারে আর?_নিস্ব শূণ্য প্রথিবী৷
ত্রকাকিত্ব শূণ্যতা নিরবতার প্রতিনিধি;
কেড়ে নিল সব কিছু ,ডেকেছে আমারে বিধি,
তবু চাহিনা স্বর্গের সুখ রাজত্ব আর কিছু
চাহিনা উদাসীন ভুবনের সম্ভার,করিব আলেয়ার পিছু৷
রহিব চিরকাল নিরব প্রেমের সিংহাসনে
যেথা জন্ম নেবে বিরহ,গ্রহণ করিব গোপনে,
আসিবে প্রেম সহসা মনে,সে শুধু নিশীর সপ্নে
হঠাত বিস্মিত হয়ে রহিব চেয়ে বিরহী বাস্তব গগনে;
মিথ্যার চকরণ হতে সত্যের আলেয়া ভালো
ত্র জগতে প্রেম নাহি শুধু রয়েছে বিরহের আলো৷
ডাকিলেও আসেনাতো প্রেম তবে বিরহ দেয় প্রীতি,
তাই অন্তরালে প্রেম,করিতেছে বিরহারতি৷