ওই যে আমর পরশমণি~
শোনাই তারে মোর গানের ধ্বনি৷
আজিও বাজে গো হায় এ বিশ্বভূবনে,
মোর গাওয়া সেই গানের বাণি৷
হ্রদয় মাঝারে অনলগিরী উথলেছে বিরহে...
নিভাও তাহারে, নিজেরই অশ্রুজলে,
আপনি নিয়েছি হায় আপনার দুঃখ,
কি ভাবে জুড়াবে? কি রূপে বুঝিব সুখ?
অন্তর বিভিষীকায় আমি যে জীর্ণ—
সেই বিরহেই করিব বাস, হব ছিন্ন—ভিন্ন!
যেথায় মোর পরশমণি, শুন্য করে বিরহ বাণি,
নত করে না শির,— সে খুব বিরহ বীর৷
বাঁশি বাজে মোর সুর শুধু তোর
আমি আজ হয়েছি প্রেম রূপী বিরহে কাতর৷
সিংহ দুয়ার হতে আসিলাম শুন্যে,
ভুলিলাম সমুদ্র শৈকত, ডুবিলাম ফোঁটা কয়েক জলে
আজ সম্মুখে রয়েছে মৃত্যু, করি নমস্কার!
বিরহী নদী আজ ধরেছে প্রেম সাগরের আকার,
শুন্য করিবে বিরহ বাণি,
যেথায় মোর পরশমণি..........,৷