আজ পঁচিশ বসন্ত পেরিয়েছি
তবে ফোটেনি কোন ফুল....
যদিও ফুলগুলি ফুটব বলে এসেছিল,
তা অকালেই ঝরে গেল৷
এ যে নয় কোন ভাবনার কবিতা
সত্যি জীবন আমার,তীব্র প্রতীক্ষা
জানিনা জীবনের আর কতগুলো দিন,
এ ভাবে কেটে যাবে?মরুর তৃষিত বালুচরে৷
আমার জীবন এক বিভিষীকা ময়
কী আছে ভাগ্যের পরিহাস?........
যদি বসন্ত ধরা দিয়েছে কভূ না ধরার মত
এক ঝড়ে ঝরিয়েছে মুকুল যত,
তাই ফাগুনের পাখি আসিবে কবে?
রয়েছি প্রতীক্ষায়, এই অবেলায়৷
বনের পথহারা পাখি আসিয়া পূর্ণিমায়
বিরহের গান গেয়ে কাঁদিয়ে যায় আমায়
ওরে আকাশ ঝরা বৃস্টি ধারা
পড়না আমার গায় ..........
শীতল ধারা তৃপ্ত কর উষ্ন আঁখিজল,
ক্রন্দন সুধা লভিয়া হয়ে উঠুক চঞ্চল৷
আমি বাঁশুরীর তালে গেয়েছি গান
ভরেছে আকুল প্রান,হেরেছে অভিমান!
ব্যাথা শুধু মৌণ বীণার না বলা বুলি
নিভৃত অন্ধকারে অলক্ষ্যে মায়ার সাগরে ভেসে চলি৷