আমি সরনালী সন্ধ্যায় দেখেছি তোমায়
আমার সে ছোট্টো নীলাঞ্জনা...,
তবে নিয়তি বড় দুর্ভাগা সখি
ভালোবাসিলেনা আমায়৷
আজ তোমার সাথে দেখা হওয়ার মানে
করুন বিষাদে অন্তর জুড়ে কেঁন্দে মরে
বলিতে পারিনা কিছু আর
আপন করিবেনা, যারে ফিরায়েছ একবার৷
তুমি নিষ্ঠুর, কস্টের নিদারুন প্রতিচ্ছবি
কিছু বলোনি কিছু বলারও রাখো নি
এখন কি করি? বাঁচি আর মরি—
তোমায় যে আর মন হতে ভুলিতে নারি,
কিছু না বলার চেয়ে যদি আনিতে গরল,
তৃপ্ত হয়ে নিতাম তুলে পিপাষীত কণ্ঠে ৷
ওগো আমি যেপ্রেমের ভিক্ষারী
তাই বিরহ করেছি তিরোস্কার,
ওগো হ্রদয় মন্দিরে একাকি পুজারী
এভাবে করিলে পুরোস্কার...?
তুমি দিয়েছ আমারে গরলই তুলে
তবে নয় সে হঠাৎ কার্যকর,
ধীরে ধীরে মরিব আমি দহন দানে
রচিব বিরহ তিলে তিলে বিরহীত প্রানে ॥