আজ মৌন ধরা ঘুমায়েছে
                 সবে এতক্ষনে,
এসো প্রিয়া কিছে এসো
                 একেবারে আনমনে৷


তোমার না বলা কথা
                 ফুটেছে আমার মনে
টুটেছে অন্ধকার হায়
                  তোমারই নিরব আগমনে৷


পুস্প—চন্দন সাজে সাজিয়েছি
                   তোমারই বাসর
এসো প্রিয় কাছে এসো
                   নিও গো অবসর৷


তোমার ভূবনের মাধবী রাতি
                   এসেছে আমার ঘরে,
বাঁধিবে সে রাতি তোমারেই শুধু
                    আমারই বাহুর ডোরে৷


মনরম প্রেম লতা আজ
                   দুলিছে দখিনা বীজনে
যাহা কেঁদেছিল একদিন
                   তোমার প্রেমের বীহনে৷


জোছনার আলো মেখে হোক
                    চঞ্চলা নবরাত্রি
আমি যে তোমার এ জন্মের
                      সহসা পথের যাত্রী৷


চলে যাই যদি অনেক দুরে
                   ভেসে কোন সপ্নে,
চিরদিন তবু এ হিয়া
               শুধু রহিবে তোমার স্মরণে৷


তোমার নয়ন যেন মোর
               মন আকাশের দুটি ধ্রুবতারা,
চাহিনা কোনদিন.....
               হতে যে সাথীহারা৷


শত শত তৃন মুকুল
              ফুটেছে নূপুরের ধ্বনিতে
এই বুঝি এল বসন্ত,
              মোরে ভালোবাসি কহিতে৷