তোমারে আমি চিনিনা হে সুন্দরী দুরবাসি
তবু কেন এ নয়ন তোমাকেই চাহে শুধু?
হেথা আছে পূর্ণিমা চাঁদের চকরণ
অন্য দেশে কেন করি তাহারে স্মরণ?
জানি পারিবেনা তুমি আসিতে হেথা
লতা,বিষ্ঠা ছড়ানো অন্ধকার কুটিরের পাশে
তুমিতো থাকো আকাশে নীলাভ তারার সাথে
দিব্য আলোক নিয়ে গায়ে সূর্য সম,
তাহলে ভালোবাসিলে কেন? দুঃখ দিতে—
ফিরায়ে লহ প্রেম তব ফেলিয়ে জল আঁখিপাতে
একা একা কাটাব জীবনের প্রতিক্ষন
রাত্রির নিরবতায় শুধু চাহিব তোমারই পানে
দুর হতে দেখ মোরে, প্রেমের বন্ধন ডোরে
একেলা নিঝুম বাতায়ন পাশে...,
দখিনা বাতাসে যখন উড়িবে তব এলো কেশ
বাঁধিয়া রাখিও, বিরহ স্মৃতির কাঁটায়
যদি আমার জন্যে ঝরে নয়নের জল
তবে নয়ন দুটি ঢেকে রেখো....,
যদি স্বপ্নে কভূ দেখ মোরে দুঃস্বপ্ন ভেবে নিও
যদি আমারে ভাবিয়া তব ঘুম নাহি আসে
আঁখী দুটি বুজে রেখো.....
আমি নয়ন মুদিয়া দেখিব তোমার সকরুন হাঁসি
ভাসিবে নয়ন জলে মোর বিরহের লিপি ৷৷