সজল বর্ষায় আমি একাকী শোকাকুলা
রয়েছি একেলা ঘরে, গাঁথিয়াছি তোমার প্রেমমালা৷
হয়ত তোমার ভবনে আজ জেগেছে চাঁদিনী রাতি
হেথা মোর ঘরে হায় নিভিল একেলা বাতি
আঁধার মাঝে আর দেখিতে না পাই তোরে সখিরে
আমি রইতে নারি ঘরে, আমার মন যে কেমন করে
ছুটিয়া চলিলাম তায় সহসা আলেয়ার পিছে
বুঝিলাম অবেলায়, এতো আঁধারের কল্পনা মিছে
ওগো আমার হিয়ার দুলালী, একি মায়া করিলি?
না মরিয়াও মরিয়াছি, এ খেলা তোমারই খেয়ালী৷
যারে মন হতে ভালোবাসো, কান্দাও কেন যে তারে?
আমি স্বপ্ন কভূ দেখিনি একা, দেখেছি তোমায় ঘিরে৷
আমার সাধের খাঁচায় রেখেছি তোমায়, কথা বলা পাখি
আজ অবশেষে রয়ে গেল দুঃখ পাওয়া বাকি৷
সেই তো শুধু মনে পড়ে বারে বারে
চিত্তের মাঝে পাপিয়া তাই ডাকিয়াছে তারে
ধোঁয়াশায় মলিন কালোছায়ায় রইল স্মৃতি লেখা
ফিরে আয়,ফিরে আয় একবার দিও গো দেখা
তাই মন পাপিয়া কাঁন্দিয়া কাঁন্দিয়া সহিছে বিরহ জ্বালা,
সজল বর্ষায় আমি একাকী শোকাকুলা ৷৷