পাহাড় কোলে রৌদ হেঁসেছে
তবে তোমার ছবি কই ?
এসেছি তীর্থে যমুনা কুলে,
তোমায় দেখিতে সই.....৷
ফুটেছে হেথা এক বৃক্ষ ডালে, এক গোছা ফুল
সুবাসিত সুরভি তোমারি করবী,
জোস্নায় মাখা সাত রঙে আঁকা
এ ভুবনেরই বিভাবরী....৷
নিশীথে তন্দ্রাহারা খুঁজিয়াছি মোরা
হে তিমির বংশী বিহারী
তব ঈষৎ মায়ায় পরাক্রমী অভিসারী,
লুটায়ে তৃপ্ত করি লয়ে তব চরণ বারি ৷
প্রকাশ্য দিবালোকে....,
অনন্ত ঐশ্বর্য অধিকারী
রাত্রির নিরবতা, ভুলিয়াছে পূর্ণতা
ঘুম ঘোরে সে একাকী ভিখারী ৷
ঝুলি ভরে দাও ভিক্ষা মোরে,
করেছ যদিও সসাগরা ধরিত্রীর রাজা
তবু আপন হ্রদয় নাহি ভরে
আর চাইনা রাজ্য অভিসেকের সাজা৷
দিতে পারিনি তোমায় কিছু
যা পেয়েছি তোমার দেওয়া, আমি কেউ নই
আজ এসেছি যমুনা কুলে
তোমায় দেখিতে সই.....৷৷