তোমার দ্বীপ্ত আঁখির প্রভা —
             জাগে মোর মনে আনন্দ শোভা
ফুটে ওঠে হ্রদয় মাঝে আলোক রেখা
              জ্বলিতেছে আঁধার ঘরে প্রদীপ শিখা ৷


হ্রদয় মন্দিরে আজ যে ঝড় উঠেছে ফুলিয়া
                 জীবন তরী সমুদ্রের পানে চলিছে দুলিয়া
দুঃখ লভিয়া ফেলেছি সুখ ভুলিয়া
                 শূল হয়েছে মোর হ্রদয়ের রূদ্ধ দুয়ার খুলিয়া ৷


জীবন অরণ্যে রয়েছে তমশায় ভরা যামিনী
                  চাহিনা কাহারও অনুগ্রহ আর কোন কামিনী
জীবন বৃক্ষে ফুটিয়া কুসুম এলো তন্দ্রাহারিনী
                 ভুলিনি আজও নিবিড় প্রেমের সে কাহীনি ৷


চির অন্ধকারে বসে আছি নির্জন বৃক্ষশাখে
                 বিরহী কেকা যেন ডাকে হায় যমুনারও বুকে
দিওনা আর প্রেম তুমি এ পতিত পথিককে
                 এসেছি পথহারা ছলে নিজেরই নির্নয় ভুলে ৷


বসন্তেরই জোৎস্না রাতে খুঁজিওনা আর ফিরে
                  দেখিওনা স্বপ্ন কভূ আবার আমারে ঘিরে
বিদ্যুতেরও চকিত আলোয় আঁখি যেন তন্দ্রাহারা
                    সব ভুলে আজ বাঁচিব আমি হয়ে সর্বহারা