তমশায় ভরা রাত্রে খোল তব দ্বোর
শুনে যাও প্রিয়, বিরহ বাণী মোর ৷
জানি তোমার প্রানে আজ উঠেছে সুখের ঢেউ
শুধাভাণ্ড নিয়ে এসেছে প্রিয় কেউ,
তবে কি আমিই শুধু কেঁদে যাব নিরালায় ?
তুমিতো পেয়েছ ঠাঁই সুখের পান্থশালায়
এখন বুঝি আর মনে পড়েনা আমারে
কত কথা — কত সুখের ঘোরে ৷
হেথায় আমার নাহি লাগে কিছু ভালো
দেখি পথে শুধু আঁধারের বুকে চকিত আলো,
আজ প্রেমিকের বুকে জায়গা রয়েছে খালি
লাগিয়েছিল ফুল ফোটা গাছ এই মালী —
ফুলতো ফুটিলনা হায়, শুধু বিঁধিয়াছে কাঁটা
চলে গেছে সবই, স্মৃতি তবু রয়েছে হ্রদয়ে সাঁটা
ভালোবাসলেনা আর জীবনে কোনদিন হ্রদে
আমি বসিয়াছি মরে নিদারুন অবসাদে ৷৷