ওগো কৃষ্ণচুঁড়া, তুমি আজ কত বড় হয়েছ
যেদিন এনেছিলাম তোমায় সেই মাধবী রাতে,
ছিলে কত ছোট্ট —
হয়ত সেদিন তুমি জাননা তোমার ভবিষ্যৎ
তাই আজ রয়েছ, আমার আশার সমাধির ওপরে ৷
তুমি কি দেখেছ, তোমার শিকড়ের নীচে ?
আজও চির নিদ্রিত আছে আমার ভালোবাসা,
তোমার পুস্পে তাই ছড়ায় তার সুরভি
পূবালীর ঝড়ে যবে শাখা নড়ে
সেদিন বুঝি সে বলতে চায় — কি গো কেমন আছো ?
আজ পঁচিশ বছর ধরে তোমায় আকঁড়ে রেখে
জীবনটা যেন ঝরে গেল তোমার শুকনো পাতার মত ৷
আজও ভালোবাসি তাই প্রতি পূর্ণিমায় প্রদীপ জ্বেলে যাই
যখন পড়ে ভোরের সূর্যের কিরণ,
সে যেন ছায়ার মত আমায় আকঁড়ে ধরে আর বলে
আমি যে তোমার চির সমাধির আশা ৷
অবিরাম ঝরে যায় দু'চোখ বেয়ে জল,
আমার বলতে নেই কেউ — শুধু যে কৃষ্ণচুঁড়া ৷
তাই বলে যাচ্ছি একটি মাত্র কথা,
যেদিন ছেড়ে চলে যাবে আমার এই —"অচিন পাখি"
দেবে দেহ খানি শুইয়ে কবরে আশার সমাধি পাশে
লাগিয়ে দেবে প্রেমের কৃষ্ণচুঁড়া,
তারা আবার ফিরে খেলবে নতুন খেলা
আমার অপূর্ণ প্রেমটুকু পুণরায় পূর্ণ করবে তারা