আমি একটু ভিন্ন রকম, তোমার মতো নই  ,
তোমার আমার ভিন্ন জগৎ, তবুও তোমার হয়ে রই।
একসাথেতে বেঁচেও মরি, তবু জীবন্ত রই   _
সবশেষেতে ক্লান্ত হয়ে, তোমার বুকেই ঠাই  ।
তোমার বুকের কোমল ঘ্রান, সেইখানেতে আমার প্রাণ,/
থাকবো আমি তোমার বুকে, থাকবে শুধু প্রেমের টান।/
তুমি আমার শুভ্র পাহাড়, তোমার বুকে আমি নদী  ,
রঙিন ফুলে ভরিয়ে দিতাম, সত্যি হতো এমন যদি।
সবই আমার প্রাণের আবেগ _সবই আমার কল্পনা,  
গভীর রাতের নির্জনতায়, তোমার হাতে আমার হাত, এর মূল্যও অল্প না।।
    
(4th September/2022.. কলকাতা)