*মেঘলা দিনে তোমাকে চাই*/*অনুরাধা চক্রবর্ত্তী*
মেঘ জমলেই আজও তোমার কথা মনে পড়ে—
একটা হালকা ধোঁয়া রঙের চাদর যেন আকাশের গায়ে জড়িয়ে আছে,
আর আমি ভাবি, তুমি কোথায়?
তোমার কণ্ঠস্বরের মধ্যে বৃষ্টি ছিল,
তোমার চুলে ছিল বাতাসে ভেজা লেবু ফুলের গন্ধ।
তোমার ছোঁয়ায় আমি মেঘ চিনতাম,
যেমন কেউ ভালোবেসে বুঝে নেয়, কোনটা বজ্র, কোনটা বর্ষা।
আজ আকাশ ভরে আছে অথচ তুমি নেই।
রেডিওতে বাজছে পুরোনো গান—
"এই মেঘলা দিনে একলা ,ঘরে..."
তবু আমি ভিজি না,
আমি শুধু ভিজে যাওয়া স্মৃতি ছুঁয়ে দেখি।
চা ঠান্ডা হয়ে যায় বারান্দায়,
বইয়ের পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে মনে হয়,
তুমি যদি এখন এসে হয়তো বলবে _
"একটু ভিজে নাও, মেঘটা তোমার জন্যই এসেছিল।"