তোমার শরীর, আমার শরীর চায়    _
তুমিও জানো এটা আসল ভালোবাসা নয়।
ভালোবাসা আলোর মতো, ঝরে পড়ে মুখে  
শুধু চায় মনের মানুষ ভালো থাকুক, থাকুক অনেক সুখে।/
দূরের থেকে ভালোবাসা, অন্ধকারেও আলো _  
ঘুচিয়ে দেবে সকল বিষাদ, লাগবে সবই ভালো।  
ভালোবাসার পরশ পেয়ে, গুচবে অনেক ক্ষত   শোক-দুঃখ, আঘাত জ্বালা এমনি আরো কতো ।
হৃদয়হীনকে ভালোবাসা হয়তো দেবে মন _  
হৃদয়হীনকে ভালোবেসে করো আপনজন ।
  
ভালোবেসে নিঃস্ব হলো আমাদেরই মীরা   _
সত্যি কি নিঃস্ব হলো? নাকি হলো হীরা?  
রাধার মতো ভালোবেসো, সকল কালি নিয়ে  
সকল কালো সাদা হবে, ভালোবাসা দিয়ে।
প্রেমের আলোয় উঠবে ভরে সকল হৃদয়- মন
ভালোবাসায় উঠবে ভরে, আমার প্রাণেরজন ।
  
শরীর না মন _ এই নিয়েই চলবে ভালোবাসার গল্প/
হয়তো আছে প্রয়োজন দুটির ই, অল্প সল্প।।