হে মগ্ন নদী
কোথায় বয়ে নাও-
বুকে জমা হাজার বছরের অনাবাদী জঞ্জাল?
তোমার বুকে পান করে, সাঁতার কেটে, পেয়ে নিজের খোঁজ,বুকে তোমার বাঁধ দিয়ে করছে গতিহীন।
এরা শুধু চাই চাঁদনি রাতে তোমার ঝিমিক জলে
পানসি ভাসিয়ে প্রশান্ত করতে রক্ষ-তিরিক্ষি মন।
পানসি তলা মগ্নচরায় আটকে গেলেই
তোমার আদিম রূপ  দেখায়!
তবে তুমি চলছো কোন ভরসায়?
পিনপিনে জলের ধারায় আর কতক্ষণ এমন হাল!
নদী, তোমার মুক্তি চাও?
তোমার বুকের জলের ধারা
প্লাবনধারায় রূপ দেখাও
ঢেউয়ের শিরে জঞ্জাল স্তূপ, স্হবিরতা ভাসিয়ে দাও;
তোমার আসল রূপ দেখাও
হে নদী তোমার আসল রুপ দেখাও।।।