মানুষ বর্নচোরা নয়,ধ্রুব। সূর্যের মত মানুষ চিনতে কষ্ট হয় না।
পথে-ঘাটে হাটে-মাঠে ঘরে-বাইরে দেশে-বিদেশে
দুই পায়ের উপর অস্থির কত শত বর্নচোরা মানুষ:
কখনও শূন্যতায় বেদনায় শোকে দুঃখে রাগে হিংসায়
কখনও প্রাপ্তি- অপ্রাপ্তির গোধূলির আলোয় এরা
নীরব গম্ভীর ব্যথিত বিরক্ত, এদের মাঝেও - অন্ধকারে
ক্ষনে ক্ষনে জ্বলে ওঠে বীকনের আলোর মত-
মানুষ দেখা যায়।
মূলত মানুষী আদলে সবাই মানুষ নয়;
কেউ কেউ মানুষ কখনও কখনও মানুষ।