তুমি রঙিন চশমা পর বটে
কিন্তু চারপাশটা খুব সাদা কালো দেখো
তাই আমি আজও মূল্যহীন।
আমি অনেকের কাছে খুব ভালো
অনেকের কাছে প্রায় ভগবান
কিন্তু সেই কবে তোমাকে খানিক বকেছিলাম বলে
কিছু অন্যায় করেছিলাম তাই
আজও আমি কালো, খারাপ।


আমার বিশেষ যায় আসে না তাতে
আমি সকালে উঠি, প্রাতরাশ করি
তারপর কিছু মানুষের ভগবান হয়ে যেতে বেরিয়ে পরি।
দিনের শেষে ফিরে ভালই লাগে ফুলের তোড়াগুলো
সাজিয়ে থাকতে দেখে।


কিন্তু চোদ্দতলার ওপর এই গোছানো ঘরটায়
রাতের মৃদু সপ্নময় আলোয়
তাকের পিছনে থাকা তোমার ছবিটা
যখন ব্যঙ্গ হাসি হাসে ফিক করে,
তখন রঙিন চশমা ঢাকা তোমার
ভীষণ সত্যি চোখদুটো
আমায় গিলে খেতে আসে।
আর আমার সজ্জিত মুখোশ খসে পড়ে
শহরে ভুমিকম্প বাঁধায়ে।