সন্ধ্যাকাশের দিকে তাকিয়ে যদি প্রশ্ন কর,
“ তুমি কি আমায় ভুলে গেছো?”
তবে গোধূলির ছায়া হয়ে উত্তর দিব,
আমি না চাইলেও কি রাত আসবে না?
প্রকৃতি তার নিজস্ব গতি বজায় রাখে,
শুধু পারে না মানুষ।
চাইলেই কি সবকিছু ভুলে থাকা যায়?
যায় না....কিছুতেই যায় না;
শুধু ক্ষণিকের তরে অভিমান যায় করা।
তারপর ক্ষনে ক্ষনে অভিমানী মন
বার বার খুঁজে নেবে তোমাকেই।
আমার ভালোবাসাকে ধরে রাখা,
নয়তো এতই সোজা।
সবাই তোমাকে আমার কাছে
ফিরিয়ে দিয়ে বলবে- ধর, এই নাও
এটা তোমার ভালোবাসা।
আমরা অতি ক্ষুদ্র, নেইকো শক্তি মোদের ,
এই ভালোবাসা বহিবার;
তোমার জিনিস তুমিই গ্রহণ করো,
আমাদের দাও মুক্তি।