রক্তাত্ব ঢাকার রাজপথ,
মুক্তকণ্ঠে ছাত্রজনতার দীপ্ত শপথ,
ভাইহারা বোনের কান্না,
সন্তানহারা মাতাপিতার করুন আর্তনাদ,
সব পেরিয়ে এলো
চেতনার একুশ।
আমাদের একুশ, অমর একুশ।
শহীদ মিনারে ফুলের চাঁদর
অথচ বাস্তবে ভাষার অনাদর।
রই নিশ্চুপ নির্বিকার।
একুশ এলে প্রভাতফেরী
ভাষা নিয়ে বাড়াবাড়ি।
৮ই ফাল্গুনের কথা ভুলি
পালন করি ফেব্রুয়ারি।
তবু মোরা মধুর সুরে
গাইতে পারি...
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি।
আমি কি ভুলিতে পারি?