স্নিগ্ধ সকালের শুভ্রতায়
যাক না কেটে দিন মৌনতায়।
রবে না হয়তো কাছাকাছি
তবু ও যেন পাশাপাশি।
আলো-আঁধারির খেলা শেষে
সূর্য যেন উঠে হেসে।
বলছে গভীর ভালোবেসে
চলো না যাই স্বপ্নে ভেসে।
কাটছে কাটুক এ দিনগুলো
উড়ুক স্বপ্নের পেঁজা তুলো।
মানবো না আজ কোনো বারন
খুশিটারে করে ধারন।
সকালবেলার সকল প্রার্থনা
তোমায় যদি দিই অর্চনা।
তোমাতেই শুরু,তোমাতেই শেষ
রয়ে যায় তবু মধুর আবেশ।