তোমার মুখে খেলা করে দারুণ আলো,
যেমন আলোয় পথ খুঁজে পায় পথ হারা এক পথিক
যেমন আলোয় দিক খুঁজে পায় দিক হারা এক নাবিক।
তোমার ঠোঁটে যাদুর ছোঁয়া মৌন হাসি,
যেমন হাসি আর কারো নেই আর কারো নেই,
যেমন হাসি মায়ায় টানে মায়ায় বাঁধে।
তোমার চুলে ছায়া ঘনায় দীর্ঘকালের,
যেমন ছায়ায় শরীর জুড়ায় তপ্ত দিবস,
যেমন ছায়ায় শান্তি খোঁজে একটি পাখি।
তোমার চোখে থমকে আছে অবাক বিকেল,
যেমন বিকেল ঘুম কেড়ে নেয়, ধ্যান ভেঙ্গে দেয়,
যেমন বিকেল ডোবায় ভাসায়, ভাসায় ডোবায়।