হতাম যদি মস্ত বড় কোনো কবি!
কিংবা আঁকতাম যদি  অমর এক ছবি!
গাইতে যদি পারতাম হায় মিষ্টি কোনো গান!
বাহবা যে দিত সবে, কি চমৎকার তান!
নয়তো হতাম যদি দারুণ এক ক্রিকেটার
ব্যাটে বলে হয়ে যেতাম এক অল রাউন্ডার।
কল্পনা সব উড়ে এসে চোখে ভাসে
দিবাস্বপ্ন যত দাঁত কেলিয়ে হাসে।
যা আছি আমি আর কেউ তো  তা নয়,
আমি আছি আমার মতো নেই তো সংশয়!
কেউ হবেন কবি-লেখক, নয় কেউবা গায়ক
কেউ আঁকবেন ছবি, কেউ পাইলট, কেউবা নায়ক।
সবাই কি আর সবকিছু হয়? যদি হতো
দুনিয়াটা হতো কল্পরাজ্যের মতো!


১৯ সেপ্টেম্বর ২০১৮