তুই কি আমায় ভালো বাসিস?
মনের ঘরে আলো জ্বালিস?
ভালোই যদি বাসিস তবে!
আমার চোখেই মরতে হবে!


বন্ধ ঘরের খিলটা খুলিস,
পদ্ম দিঘীর পদ্ম তুলিস।
ঘাসে ছাওয়া পথের বাঁকে,
আলোর কিরণ পাতার ফাঁকে।


সেই আলোটা মাখিয়ে দে
তোর নদীতে ভাসিয়ে দে,
পাহাড় চূড়োয় ঝর্ণাধারা
তৃষ্ণা যেন বাঁধনহারা।


ঢেউয়ের তোড়ে বাঁধ ভাঙ্গালি
নেশার আগুন খুব জ্বালালি।
তুই কি আমায় বন্ধু ভাবিস?
চোখের তারায় আলো জ্বালিস?


আলো দিলে আলো পাবি,
আমার সাথে পথ হারাবি?
এক জীবনে হিসেব করে
রইবি পড়ে দ্বীপান্তরে?


১৩ অক্টোবর,  ২০১৮