পেছনে পড়ে আছে শুকনো ঝরা ফুল
প্রাচীন স্রোতে ভাসে অতীত কিছু ভুল।
ধুলো ওড়া পথে কত ঢেলেছি জল
গোধূলি বেলায় অলীক আলো ছায়ার ছল।
পথের বাঁকে নামে কুয়াশা নিঃশব্দ
পদ্ম পাতায় জমে শিশির হিম নিস্তব্ধ।
বিরান বিজন পরিত্যক্ত খাঁ খাঁ বন্দর
অচল অযুত স্বপ্ন  তবু ফেলে নোঙর!
মহাকালের ধূসর বিস্মৃতির এক নগর
থমকে আছে যেখানে সোনালী প্রহর।