আমি কারো জন্য অপেক্ষা করতে চাইনা,
আমি চাইনা কারো জন্য দিনগুলো অস্থির হোক,
আগ্রহে অধীর হোক,
বিষন্নতায় ডুবে যাক দুপুর,
বিনিদ্র হোক রাতগুলো,
খাঁ খাঁ করুক হৃদয়,
ধুলো জমুক উঠোনে, মনের কোণে,
বাষ্প জমুক শোকে দুচোখে,
আমি চাইনা আমার অপেক্ষা এতো সস্তা হোক,
আমার খুব দুরবস্থা হোক।
অন্তহীন অপেক্ষায় আর ক্লান্ত হতে চাইনা,
ভ্রান্ত আশায় শ্রান্ত হতে চাইনা।
আমি কারো খেলার পুতুল হতে চাইনা,
আমি কারো সুতোয় বাঁধা পড়তে চাইনা,
আমার আকাশে ঘুড়ি উড়ুক বা না উড়ুক,
আমার বাগানে ফুল ফুটুক বা না ফুটুক
কারো নাটাই টানে উড়তে চাইনা,
কারো ফুল তোলার বাগান হতে চাইনা।
কারো চাওয়ার জন্য বদলে যেতে চাইনা,
আমি কারো জন্য আর অপেক্ষা করতে চাইনা।