আমি তোমাকেই শুধু চাই
সভ্যতায় কি অসভ্যতায়,
বসন্তের আদি আর অন্ত,
তোমার সীমান্ত পর্যন্ত।
মিলন, প্রেমের সন্তরণে,
নিঃশ্বাসে আর হৃদ স্পন্দনে,
স্পর্শের শুরু  থেকে শেষে,
প্রতি পলকে, নিমেষে
ঘামের সর্ব শেষ বিন্দুতে
অতল সম্মোহন সিন্ধুতে
তোমাকেই শুধু পেতে চাই।
আমি খুঁজি শুধু তোমায়,
সীমাহীন দীনতায়,
চরম বিষন্নতায়,
ভীষণ ভালবাসায়,
শোকে, স্বপ্নে, জরায়,
খুব জ্যোছনার বন্যায়,
জলোচ্ছাসে ঝঞ্ঝায়,
তোমাকেই শুধু চাই।
আমি খুঁজি শুধু তোমায়,
অসীম আর অঢেল ঐশ্বর্যে
মর্ত্য থেকে মহাশূণ্যে
ভীরুতায়, সাহসে, শৌর্যে
দীপ্তিময় আর স্নিগ্ধ প্রাতে
অবসন্ন কালরাতে,
গ্রহ, নক্ষত্রমন্ডলে
পৃথিবীর সব কোলাহলে
আমি খুঁজি শুধু তোমায়
তোনাকেই আমি শুধু চাই।


৬ অক্টোবর ২০১৭।