যদি খোঁজো শান্ত গভীর নদী,
যে নদী ভাঙ্গেনা তার কূল,
শুধু প্লাবন যার ভাসায় দুকূল।
খোঁজো যদি পাতাঘন ছায়া বৃক্ষ
যেমন বৃক্ষ উপড়ে যায়না পড়ে,
আশ্রয় মেলে যেথা ভীষণ ঝড়ে।
ভাসবে যদি অতল গরল জলে
যেমন জলে আগুন জ্বলে,
আগুন জ্বলে চোখের তারায়,
সেই চোখ শুধু আগুন জ্বালায়!
হারাতে চাও যদি আদিম গহীন বনে
যে বনে মায়ার জ্যোছনা ঝরে,
মাতাল হাওয়ায় পাতা ঝরে পড়ে।
একদিন আমি তুমি, আমরা যাবো,
যাবো সে শান্ত নদীর কাছে,
শীতল বৃক্ষের কাছে
অতল জলের কাছে,
আদিম বনের কাছে,
যদি আমায় কিছু বিকেল তুলে দাও,
আমার কিছু মুহুর্ত মুঠোয় পুরে নাও।