কত জল গেল অতল, বিষাদ কবলে,
পূণ্যময়, শূন্যতার প্রলোভিত ছলে।
দিক হারিয়ে দিকবিদিক, শ্রান্ত, নিষ্ক্রান্ত!  
মেঘাচ্ছন্ন কালপুরুষ স্বয়ং পথভ্রান্ত!
কুহেলিকায়, মরীচিকায়, দ্বন্দ্বে, ধাঁধায়,
সহস্র বছর কেটে যায় অবলীলায়।
অমরাবতী যোজন দূর, দুর্গম অচিনপুর!
পথের শেষে পথ! প্রাণে বাজে প্রাচীন সুর!
শীতার্ত জগৎ করুণ উত্তরায়ণে,
শুষ্কতার, রুক্ষতার রূঢ় আমন্ত্রণে।
পৃথিবীর অগণিত আত্মায় ওঠে ঝড়,
আশা নিরাশার টিমটিমে, ক্ষীণ বাতিঘর।
জাগো সবে, জন্মাও বিশুদ্ধ  অনলে
পরিশুদ্ধ হও অলকানন্দা জলে।