বুকের ভেতর আশ্চর্য স্বপ্ন ওড়ে!
তুমুল ভালোবাসা ঘর বানায়,
বুকের ভেতর ফাগুন, আগুন জ্বলে
যে আগুন জ্বলে দুই চোখের তারায়!
বুকের ভেতর ঝুলে থাকে এক ফালি চাঁদ,
হিম রাতে জমে উষ্ণতা,
বুকের ভেতর জমে যায় না বলা কথা,
মায়াময় চোখের মুগ্ধতা!
বুকের ভেতর খরা আসে চৌচির,
বিবর্ণ পাতা ঝরা বিষন্ন দিন,
বুকের ভেতর বয়ে যায় এক নদী,
একুল গড়ে তো ওকুল হয় বিলীন।
বুকের ভেতর শত বছরের হাহাকার,
অনাদি কালের বঞ্চনা,
গুমরে ওঠে গোধূলি বেলার
ম্লান আলোয়, শেষ বিকেলের যন্ত্রণা।