হরেক রকম দুঃখ আছে কষ্ট আছে
দুঃখ আছে মনের কোঠায়
দুঃখ আছে চোখের কোনায়
দুঃখ আছে ভালোবাসায়
দুঃখ আছে আলো ছায়ায়
দুঃখ আছে লোকালয়ে
দুঃখ আছে বনান্তরে
যেমন দুঃখে পাহাড় ঘুমায়
যেমন দুঃখে নদী হারায়,
যেমন কষ্টে সূর্য ডোবে গ্রহণ কালে,
যেমন কষ্টে চাঁদ ঢেকে যায় মেঘ আড়ালে।
ছেলেবেলার অনেক রকম কষ্ট আছে,
বড়বেলার বড় হবার কষ্ট আছে
স্বপ্ন ছোঁয়ার কষ্ট আছে,
স্বপ্ন ভাঙ্গার কষ্ট আছে।
কষ্ট নামে রাত দুপুরে
কষ্ট আছে জগৎ জুড়ে।
লোহা পুড়ে খাঁটি যেমন
কষ্টে ভুগে কষ্টে ডুবে,
দুঃখ সয়ে মানুষ তেমন।