ভুল বাগানে ফুল তুলেছি
কার কি ক্ষতি তাতে?
নষ্ট প্রেমের কষ্টে আছি
দুঃখ ঝরা রাতে।
ভুল আকাশে নাম লিখেছি
ভুল সময়ের ভোরে
ভুল নদীতে পাল তুলেছি
ভাটার স্রোতের তোড়ে।
পথের ছায়ায় পথ ভুলেছি,
মরিচীকায় ভুলে,
ভুল তরীতে হাল ধরেছি
চোখ দুটি না খুলে।
অষ্টপ্রহর ছুটে মরি
জ্যোস্না ছুঁতে গিয়ে,
দিগন্তকে ছুঁতে গেলেই
যায় দূরে পালিয়ে।