সারারাত নির্ঘুম, উদভ্রান্তের মতো রাত্রি খেয়েছি,
গাঢ় অন্ধকারে দিগবিদিক দিকভ্রান্ত,
পকেটে পুরেছি মুঠো মুঠো অন্ধকার!
ঐশ্বর্য ময় পকেটে নেই সিকি -আধুলি!
পুরে নিয়েছি রাশি রাশি হাহাকার।
অনাদিকাল হতে অনাগতকাল,
মহাবিশ্বের যত হাহাকার।
এক কিশোরীর বেড়ে ওঠার হাহাকার,
এক যুবকের স্বপ্ন ভাঙ্গার হাহাকার,
এক বৃদ্ধের হিসাব না মেলার হাহাকার,
এক কবির কবিতা লেখার হাহাকার,
এক সৈনিকের যুদ্ধ জেতার হাহাকার।
মহাকালের যত স্বপ্ন মন্ত্রণা দিয়ে যায়,
'সব হাহাকার মুছে দিয়ে
লিখে দাও এক নতুন ইতিহাস!'