আমাদের এই মৌন পথে প্রবল প্লাবন হয়নি
ঘাত প্রতিঘাতের তীব্র পুরু পলি জমেনি,
বেলা অবেলায় গাঢ় করুণ ছায়া ঘনায়নি,
মেঘমালার গ্রহণে মায়ার রোদ্দুর হারায়নি,
তবে...
দমকা হাওয়ায় ঝরেছে শুকনো পাতা মর্মর,
ফাগুনের দিন ফুরিয়ে গিয়ে উঠেছে খুব ঝড়,
অচিন কুয়াশা, শীত দংশন ধরিয়েছে কাঁপন,
রৌদ্র ছায়ার লুকোচুরি খেলায় হারজিতের পণ,
তবু...
সেই পথে, জুড়ে আছে আদুরে বিকেল,
স্নিগ্ধতায়, মুগ্ধতায়, সৌম্যতায়, মৌনতায় উদ্বেল।