হয়তো করুণ আলোয় একদিন
নিঃসঙ্গ এক পাখির মতো,
ধূপগন্ধ বাতাসে ভাসা প্রাচীন স্মৃতি হাতড়ে
চলে যাবো অন্য কোন পথে।
আমার ছায়া রয়ে যাবে ম্লান এই জনপদে,
রঙ্গিন কাঁচে চোখ রেখে তোমাকে দেখবোনা আর,
ঘাসফুল মাড়িয়ে স্বপ্ন সারথি হয়ে হাঁটবো না আর,
দিগন্ত ছোঁয়ার আদিম নেশায় ছুটবো না আর।
হাতের মুঠো গলে বিলীন হবে অযুত অলীক স্বপ্ন,
ফুলদানিতে ফুল পাপড়ি পড়ে রবে,
মাকড়সার ঝুল জমবে বইয়ের তাকে,
ক্লান্ত জোনাকি পথ ভুলে যাবে,
ভ্রান্ত আশা হারাবে শেষ কুয়াশা রাতে,
তুমি জানবেওনা!
কতটা দূর চলে যাবো আমি!
মহাবিশ্বের সব হতাশা এক ফুঁৎকারে উড়িয়ে!