: কেমন আছ?
: আছি ভাল, তুমি?
: ছিলামনা, এখন ভাল।
: শরীর খারাপ?
: শরীর নয় মন।
: মনের কি হল?
: দুই মাস নয় দিন হল !
: কি যে বল!
: প্রতিদিন এসেছি এখানটায়!
: কোনো কাজে?
: প্রতিদিন চোখ রেখেছি রাস্তায়!
: কারো খোঁজে?
: তোমাকেই খুঁজেছে মন !
দুই মাস নয় দিন ধরে!
জীবন থেকে খরচ করে!
: কেন দুঃখ বাড়াও নিজের?
:; মন কি তা বোঝে?
: বোঝালেই বোঝে।
: সবার মন তো তোমার মন নয়
সবকিছুতেই হিসেব আর ভয়।
: হিসেব করেই চলতে হয়!
: হিসেব কষে জীবন নয়!
: তোমার ভাবনা, আমার নয়।
: আমি খুবই মনের কথা শুনি
মনের চোখেই জীবনটাকে দেখি
অংক নয় মনের জোরেই চলি,
আমার মন ভুল করেনি কোনো
শুধু তোমার পিছু মন ছুটেছে,
একে ভুল বলিনা, শোনো
জীবনের সব অংক যদি মিলে
মানুষ তো নয়, যন্ত্র হলে মিলে।
যন্ত্র আমি নই,
মানুষ হয়ে আছি ভাল,
কষ্ট পেলে সই।
: গেলাম তবে যাই
দেখা হবে যাই।


২ মে, ২০১৭।