পূর্ণিমার আলো চুইয়ে পড়া নীল হিম রাতে,
কুয়াশার চাদর মুড়ি দেয়া ধোঁয়াশা'র কাল রাতে,
জ্ঞানী দৃষ্টি ফিরে পায় প্রাচীন বাদুড়েরা,
জেগে ওঠে শীতার্ত পেঁচারা, করুণ আঘাতে।
ডেকে চলে অবিরাম, ক্লান্তিহীন ঝিঁ ঝিঁ পোকারা,
ঝোঁপে ঝোঁপে আলোর ফল জোনাকীরা ঝুলে,
বিবর্ণ অতীত জীবন্মৃত রয় ছায়ায়, কালের খেয়ায়,
আদিম ধোঁয়ার গন্ধ, পর্দা তার দেয় খুলে।
মহাকালের যতো  হাহাকার, যতো যন্ত্রণা,
বঞ্চনা, হতাশার দীর্ঘশ্বাস বুকে নিয়ে হায়!
হাজার বছরের পুরোনো শব, মমি কৃত
মৃতদেহের মতো বিষন্ন অতীত এসে দাঁড়ায়।